গুদামের তালা কেটে ৫ লাখ টাকার সরিষা-ধান চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২০ অক্টোবর ২০২৩

জামালপুর সদর উপজেলায় গুদামের তালা কেটে ৬০ বস্তা সরিষা ও ২০ বস্তা ধান চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষাধিক টাকা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজারে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর গুদামের তালা কেটে চুরির ঘটনা ঘটে। এ সময় গুদাম থেকে ১০০ কেজি ওজনের ৬০ বস্তা সরিষা ও ৮০ কেজি ওজনের ২০ বস্তা ধান চুরি হয়। যার বর্তমান বাজারমূল্য অন্তত ৫ লাখ টাকা।

গুদাম মালিক আনোয়ার হোসেন বলেন, প্রতিদিনের মতো বাজারের কাজকর্ম শেষ করে বাড়িতে যান তিনি। সকালে খবর পেয়ে এসে দেখেন তার গুদামের তালা কাটা এবং গুদামের ভেতরে সরিষা ও ধানের বস্তা নেই। এতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তবে তিনি ধারণা করতে পারছেন না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। সবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।