বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
নড়াইলে বাড়ির পাশের পুকুরে ডুবে সামিউল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার চর শালিখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সামিউল ওই গ্রামের কামরুল এর ছেলে।
উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ফকির জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল সামিউল। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে তার মা উদ্ধার করেন। স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম