নৌকা থেকে নদীতে পড়ে আনসার সদস্য নিখোঁজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২২ অক্টোবর ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় লৌহজং নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক আনসার সদস্য নিখোঁজ হয়েছেন।

রোববার (২২ অক্টোবর) ভোরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপে ডিউটি শেষে ডিঙি নৌকায় নদী পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।

নিখোঁজ আনসার সদস্যের বাড়ি নরসিংদী জেলায়। তিনি ছয় মাস আগে কুমুদিনী কমপ্লেক্সে যোগদান করেন বলে কুমুদিনী হাসপাতালের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিস সুপার এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন নদীতে আনসার সদস্য নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

এস এম এরশাদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।