ভোলায় প্রণোদনা পেলেন সাড়ে ৯ হাজার কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৩

বিনামূল্যে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, চিনাবাদাম, মুগ ও খেসারীর বীজ ও সার পেলেন ভোলার ৯ হাজার ৪০০ কৃষক-কৃষাণী।

মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সোমবার (২৩ অক্টোবর) দুপুরের ভোলা সদর উপজেলার অডিটরিয়ামে সদরের কৃষক ও কৃষাণীদের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এসময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারিসূল কবীর প্রমুখ।

আরও পড়ুন: ভোলায় ২০ কেজি মা ইলিশসহ আটক ৬ জেলে

অনুষ্ঠানে বক্তরা বলেন, বর্তামান সরকার সব সময় কৃষকদের কথা ভাবেন। তাই কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন উপকরণ দিয়ে যাচ্ছেন। এজন্য বাংলাদেশ কৃষিখাতে এতো উন্নতি লাভ করেছে।

এসময় সদরের ৯ হাজার ৪০০ কৃষক ও কৃষাণীদের মধ্যে ২০ কেজি গম, ১০ ডিএপি সার, দুই কেজি ভূট্টা, এক কেজি সরিষা, এক কেজি সূর্যমুখী, আট কেজি সয়াবিন, ১০ কেজি চিনাবাদাম, পাঁচ কেজি মুগ ও আট কেজি খেসারির বীজ বিতরণ করা হয়।

জুয়েল সাহা বিকাশ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।