নৌকা থেকে পড়ে নিখোঁজ

৩৩ ঘণ্টা পর আনসার সদস্যের মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৩
উদ্ধার অভিযানের ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর আনসার সদস্য সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মির্জাপুর উপজেলার লৌহজং নদীর পাহাড়পুর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

এর আগে রোববার ভোর ৪টার দিকে মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপে ডিউটি শেষে ডিঙি নৌকায় নদী পার হওয়ার সময় তিনি পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারজনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সাড়ে ১০ ঘণ্টা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চালিয়ে রোববার বিকেল ৫টায় তা সাময়িকভাবে স্থগিত করেন। সোমবার সকাল থেকে ডুবুরিরা পুনরায় উদ্ধার কাজ শুরু করেন এবং দুপুর ১টার দিকে নদীর ওই স্থান থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করেন।

নিহত সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিন ওরফে লাল মিয়া মাস্টারের ছেলে। তিনি গত ১০ জানুয়ারি কুমুদিনী কমপ্লেক্সে যোগদান করেন বলে কুমুদিনী হাসপাতালে কর্মরত আনসার বাহিনীর কমান্ডার মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

সহকর্মী সোলায়মান কবির জানান, রোববার ভোরে তারা দুজন ডিউটি শেষে অন্য সহকর্মীদের কাছে অস্ত্র জমা দিয়ে লৌহজং নদীর দক্ষিণপাড় থেকে ডিঙ্গি নৌকায় রশি টেনে পার হচ্ছিলেন। নদীতে স্রোত থাকায় সাইফুলের হাত থেকে রশি ছিটকে যায়। এসময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান।

মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, ফায়ার সার্ভিস টাঙ্গাইল ইউনিটের ডুবুরি দলের লিডার আমজাদ হোসেনের নেতৃত্বে চারজনের ডুবুরিদল নিখোঁজের ৩৩ ঘণ্টা পর সাইফুলের মরদেহ উদ্ধার করেছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এস এম এরশাদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।