শিবগঞ্জে জামায়াত নেতাসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৮ মার্চ ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান কেরামত আলীসহ ৩ জনকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। সোমবার দুপুরে ৭টি ককটেল বোমাসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত অপর দুইজন হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার সেলিনাবাদ গ্রামের রইচ উদ্দিনের ছেলে জামায়াত কর্মী আনোয়ার হোসেন (৩৯) ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের ভাই আলকাস আলী (৫২)।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কেন্দবোনা সততা ইট ভাটায় সোমবার দুপুর পৌনে ১টার দিকে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। সেখান থেকে জামায়াত নেতা কেরামত আলী, কর্মী আনোয়ার হোসেন ও ওই ভাটার মালিক আওয়ামী লীগ কর্মী আলকাস আলীকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, কেরামত আলীর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরকসহ বিভিন্ন থানায় ৪২টি মামলা রয়েছে।

আব্দুল­াহ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।