ভৈরবে ট্রেন দুর্ঘটনা

২ দিন পর ঘটনাস্থল পরিদর্শনে রেল মন্ত্রণালয়ের তদন্ত দল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দুদিন পর ঘটনাস্থল পরিদর্শন করলেন রেল মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ, সদস্য সচিব উপসচিব (প্রশাসন-৬) মো. তৌফিক ইমামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল দুর্ঘটনাস্থল, রেল স্টেশনের সিগন্যালরুম ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন।

আরও পড়ুন: নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে: রেলমন্ত্রী

জানা যায়, দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে এই দুর্ঘটনায় যার বা যাদের ত্রুটি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করবেন তারা। ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এছাড়াও ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভৈরব থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের আউটার সিগন্যাল পার হওয়ার আগেই ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনস্টেশনে এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে লাইন থেকে ছিটকে পড়ে। এই ঘটনায় ১৭ জন নিহত ও শতাধিক যাত্রী গুরুতর আহত হন।

আরও পড়ুন: অবশেষে খোঁজ মিলেছে আহত রবিউলের স্বজনদের

তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পরে ওই ট্রেনচালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার সঠিক কারণ জানতে গঠন করা হয়েছে তিনটি তদন্ত দল।

রাজীবুল হাসান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।