টাঙ্গাইলে বিএনপির ৪ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৮ অক্টোবর ২০২৩
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরের বিএনপির চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান ওরফে মফিজ, ভূঞাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, গাবসারা ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি শফি উদ্দিন ও অলোয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ফরহাদুল ইসলাম।

আরও পড়ুন: নিজ বাড়ির সুড়ঙ্গ থেকে বিএনপি নেতা গ্রেফতার

উপজেলা বিএনপি সূত্র জানায়, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য ভোরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল শতশত নেতাকর্মী। হঠাৎ পুলিশ এসে ওই চার নেতাকে গ্রেফতার করে। বাকিরা দ্রুত ট্রেনে উঠায় তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, যে চার নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এ গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ জানান, তাদের নামে পূর্বে নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।