এগারসিন্দু ট্রেনের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জেরে বাজিতপুরে এগারসিন্দু ট্রেনের ধাক্কায় ফেকু রাজবন (৫৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় তার মেয়ের জামাই গেন্দু রাজবন (৪৭) আহত হয়েছেন।

রোববার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সরারচর স্টেশনে এ ঘটনা ঘটে। হতাহত দুজন সরারচর রেলওয়ে কলোনির বাসিন্দা। 

সরারচর রেলওয়ে স্টেশনের মাস্টার রতিশ বিশ্বাস জাগো নিউজকে বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ট্রেনটি দুপুর পৌনে ২টার দিকে সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় দুজন আহত হয়েছেন। ট্রেনে কাটা পড়ে তাদের একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। দুজনকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এসকে রাসেল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।