মৌলভীবাজারে ইতিকে বাঁচাতে ব্যতিক্রমী আয়োজন
‘‘মানুষ মানুষের জন্য’’এ শ্লোগানকে ধারণ করে ক্যান্সার আক্রান্ত ২০১৪ সালের চ্যানেল আই সেরা কন্ঠের সেরা পাঁচের সম্ভাবনাময় শিল্পী রুমানা আক্তার ইতির পাশে দাঁড়িয়েছে মৌলভীজার জেলার সাংস্কৃতিক কর্মীরা। কয়েক মাস আগে ক্যান্সার ধরা পড়লে ইতিকে ভর্তি করানো হয় ঢাকার একটি হাসপাতালে। বর্তমানে হাসপাতালের বিছানায় পড়ে কাতরাচ্ছেন প্রতিভাবান এই শিল্পী।
জেলার সাংস্কৃতিক কর্মীরা গত কয়েকদিনের প্ররিশ্রমে ঢাকা এবং মৌলভীবাজারের শিল্পীদের মন মাতানো পরিবেশনায় ২৮ মার্চ সোমবার সন্ধ্যায় শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজন করে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। একুশে পদকপ্রাপ্ত সিলেটের প্রয়াত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম, রাধারমন, হাসন রাজার সব জনপ্রিয় গান দিয়ে নেচে গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে তুলেন আগত শিল্পীরা।
ঢাকার শিল্পী স্টার্লিং, মমো, মুন মৌলভীবাজারের শিল্পী নিতাই রায়, নেপাল, জাহাঙ্গীর, মৌসহ অনেক শিল্পীরা গান পরিবেশন করেন। চোখ ধাধানো নান্দনিক লাইটিং, সুরের মুর্ছনা আর মিউজিসিয়ানদের যন্ত্রের তালে তালে অন্য রখম এক আবহ তৈরি হয় এ সময়।
বিপুল সংখ্যক দর্শক আনন্দে পুরো অনুষ্ঠান উপভোগ করে। তবে বৃষ্টি ভেজা সন্ধ্যা না হলে অনুষ্ঠানে দর্শক উপস্থিতি আরো বেশি হতো বলে আয়োজকরা জানিয়েছেন। সংগীত শিল্পী রাজিব ঘোষের মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিশিষ্ট জনেরা তাদের বক্তব্যের মাধ্যমে ইতিকে বাঁচাতে সাহায্যের প্রতিশ্রুতি দেন, অনেকে আবার নগদ অর্থও প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নির্বাহী সভাপতি কবি সৌমিত্র দেব টিটু, মৌলভীবাজার ক্যাবল সিস্টেম (এমসিএস) এর চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ রিমন আহমেদ, শিশু একাডেমীর নৃত্য প্রশিক্ষক প্রদিপ নাহা, সাংবাদিক আব্দুল কাইয়ুম ও অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগীত শিল্পী হাসান আহমদ।
এফএ/আরআইপি