টাঙ্গাইল
অবরোধবিরোধী মিছিলে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩
টাঙ্গাইলে বিএনপির ডাকা অবরোধবিরোধী মিছিলে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপ। এতে আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ রোডে জেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন ইয়াকুবের মোটর গ্যারেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন টাঙ্গাইলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল ফকির (৫৫) ও তার ছেলে ইব্রাহিম ফকির (২৩) এবং একই ওয়ার্ডের আব্দুল্লাহ আকন্দ (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ নিজ অনুসারীদের নিয়ে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে অবরোধ বিরোধী মিছিল করতে যান ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হুমায়ুন আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হেলাল ফকির। মিছিল শেষে ফেরার পথে সাধারণ সম্পাদক হেলাল ফকিরের অনুসারীরা সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনার মোটরসাইকেল বহরের কর্মীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি করেন। এতে দুই পক্ষের কয়েকটি মোটরসাইকেল রাস্তায় পড়ে যায় ও কয়েকজন কর্মী সামান্য আহত হন। তাৎক্ষণিকভাবে শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেন।
ওই ঘটনার জের ধরে দুপুরে আদালত প্রাঙ্গণে ওয়ার্ড সাধারণ সম্পাদক হেলাল ফকিরের কথিত সেরেস্তার সামনে সভাপতি হুমায়ুন রশিদ আকন্দ সোনার মামাতো ভাই আব্দুল্লাহ আকন্দকে আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে সভাপতির অনুসারীরা ঘটনাস্থলে গিয়ে হেলাল ফকিরের অনুসারীদের ওপর হামলা করেন। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সাধারণ সম্পাদক হেলাল ফকির ও তার ছেলে ইব্রাহিম ফকির এবং সভাপতির মামাতো ভাই আব্দুল্লাহ আকন্দ আহত হন।
এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুই পক্ষের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ উর রহমান টগর/এসআর/এমএস