ফরিদপুর

মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা, জেলা বিএনপির সদস্যসচিব গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০১ নভেম্বর ২০২৩

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় তাদের গুলিতে আহত হয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর বাহিরদিয়া ব্রিজের কাছে এ ঘটনা।

আরও পড়ুন: রোডমার্চের গাড়ি থেকে হামলা, যুবলীগ-ছাত্রলীগের বাইক ভাঙচুর

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা বলেন, দুপুর ১২টার দিকে অবরোধের সমর্থনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছিলেন একে কিবরিয়া স্বপন। এমন সময় একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে স্বেচ্ছাসেবক লীগ-যুবলীগ ও ছাত্রলীগ হামলা করে তারা। তারা প্রতিরোধ গড়ে তুলতে শর্টগানের এক রাউন্ড গুলিতে জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন আহত হন।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ফরিদপুরের কোমপুর বাহিরদিয়া এলাকায় কোনো পিকেটিং বা গুলির ঘটনা আমার জানা নেই। সেখানে বিএনপির কোনো অবরোধ কর্মসূচি হয়েছে কিনা সেটি জানা নেই।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।