পদ্মা সেতু হয়ে ঢাকা-ফরিদপুর ট্রেন চলাচল শুরু হচ্ছে রাতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০১ নভেম্বর ২০২৩

পদ্মা সেতু হয়ে ঢাকা-ফরিদপুর ট্রেন চলাচল শুরু হবে বুধবার (১ নভেম্বর) দিনগত রাত থেকে। বর্তমানে দক্ষিণবঙ্গের মানুষ কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে পরিবহনে চলাচল করছেন। এখন ট্রেন চলাচলের মধ্যদিয়ে আরও একটি স্বপ্ন পূরণ হলো এ অঞ্চলের মানুষের।

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে আসবে সুন্দরবন এক্সপ্রেস। ফরিদপুর স্টেশনে পৌঁছাবে রাত ৩টায়। পরে ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। এছাড়া বৃহস্পতিবার (২ নভেম্বর) ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে। আর খুলনায় পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে।

অন্যদিকে বৃহস্পতিবার দুপুর ১টায় বেনাপোল ছেড়ে আসবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

Train-(2).jpg

ফরিদপুর শহরের স্কুলশিক্ষিকা রেহেনা পারভিন বলেন, ‘রেলে চড়ে যাতায়াত সবচেয়ে শান্তির যাত্রা। যে দেশের রেল ব্যবস্থা যত বেশি সহজ সে দেশের উন্নতি তত বেশি লক্ষ্য করা যায়।’

ফরিদপুরের রেলওয়ে স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, সুন্দরবন এক্সপ্রেসের শোভন চেয়ারের ৩১টি টিকিট সকাল পর্যন্ত বিক্রি হয়ে গেছে। তবে এসি ১০টি চেয়ারের টিকিট এখনো বিক্রি হয়নি।

রেলওয়ে পাকশির বিভাগীয় ব্যবস্থাপক নুর মোহাম্মদ বলেন, রাত ৩টার সময় ফরিদপুর রেলস্টেশন থেকে রওয়ানা করবে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস। এছাড়া বৃহস্পতিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বেনাপোল এক্সপ্রেস।

Train-(2).jpg

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহ্সান তালুকদার বলেন, এ অঞ্চলের মানুষের আগে ঢাকায় গিয়ে দিনে দিনে ফিরে আসা খুব সমস্যা হয়ে যেত। এখন রেলব্যবস্থা থাকার কারণে মানুষ খুব সহজেই দিনে দিনে কাজ শেষ করে চলে আসতে পারবে।

গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন। এরআগে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস চলাচল করছিল ভাঙ্গা পর্যন্ত। রুট বাড়ানোর পর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলাচল শুরুর কথা রয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।