সহিংসতা পরিহার করে বিএনপি নির্বাচনে আসবে, আশা কৃষিমন্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৫৭ এএম, ০৪ নভেম্বর ২০২৩

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকার জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। একই সঙ্গে আগুন সন্ত্রাস ও সংঘাত-সহিংসতার পথ পরিহার করে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৩ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি উত্তরপাড়ায় খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেছেন, আজকে দেশে একটি রাজনৈতিক দল উন্মাদনা এবং আগুন সন্ত্রাস করছে। তারা নির্বাচন করতে দেবে না, সংবিধান অনুযায়ী দেশ চলতে দেবে না। আমি মনে করি তারা দেশের মঙ্গল ও কল্যাণ চায় না। তারা বিগত সময়ে যেভাবে আগুন দিয়েছিল তা বর্বরোচিত। আমরা দেখেছি ২০১৪-১৫ সালে তারা গাড়ি পুড়িয়েছে, রেললাইন তুলে নিয়েছে, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে এবং জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। গত ২৮ আগস্ট ঢাকায় সমাবেশের নামে একই কায়দায় তারা বর্বরোচিতভাবে পুলিশকে হত্যা করেছে।

ড. রাজ্জাক বলেন, আমরা যদি দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে চাই তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। দেশে শান্তি দরকার এবং সুন্দর ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এ সরকার জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি আগুন সন্ত্রাস ও সংঘাত-সহিংসতা পথ ছেড়ে নির্বাচনে আসবে আশা করি।

তিনি বলেন, বিএনপির নেতারা তাদের কর্মীদের প্ররোচিত করছে আগুন সন্ত্রাস করার জন্য। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, সবকিছু স্বাভাবিক রাখা। কারণ, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হলে অনেকে না খেয়ে মারা যাবে।

বিএনপির ধরপাকড়ের অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বলেন, বিএনপির শান্তিপ্রিয় কোনো নেতাকমীকে গ্রেফতার করা হচ্ছে না। সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক ঘনবসতিপূর্ণ। জমির পরিমাণ কমে যাচ্ছে। ৭ কোটির জায়গায় এখন ১৭-১৮ কোটি মানুষ। ফলে মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করতে হলে উৎপাদন আরও বাড়াতে হবে। প্রধানমন্ত্রী সে লক্ষ্য নিয়েই কাজ করছেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহুল আমিন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক জালাল উদ্দীন ও বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল আউয়াল প্রমুখ।

আরিফ উর রহমান টগর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।