দেশে রাজনীতি বলতে কিছু নেই : এরশাদ


প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৯ মার্চ ২০১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, রাজনীতিকে মানুষ আজ ঘৃণা করে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছে। এখন দেশে রাজনীতি বলতে কিছু নেই। সবচেয়ে ঘৃণিত এখন রাজনীতিবিদরা।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, দেশের মানুষ আজ কেমন আছে, সেটা আপনারাই ভালো জানেন। এজন্যই দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। সাম্প্রতিক সময়ে দেশে আলোচিত তনু হত্যার তীব্র সমালোচনা করে বলেন, দেশে শিশু, নারী ধর্ষণ ও হত্যা বেড়ে গেছে। আজ যদি বিচার হতো, সাজা হতো ও দোষীদের আদালতে যেতে হতো তাহলে এসব হতো না।

জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম মাহাবুবুল আলম মিঠুর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আসিফ শাহরিয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল, রংপুর মহানগরের আহ্বায়ক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন বাবুল, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম মাহাবুবুল আলম মিঠু প্রমুখ।

সম্মেলনে গোলাম মোহাম্মদ কাদেরকে সভাপতি ও একেএম মাহাবুবুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেন এইচএম এরশাদ।

রবিউল হাসান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।