বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের করুণ মৃত্যু
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের মানিক বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট ইউনিয়নের হাজরানিয়া গ্রামের আতিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বরাত হোসেন (৬)।
এলাকাবাসী জানান, আতিকুল তার ছেলে বরাতকে নিয়ে মানিক বাজার এলাকার তার স্ত্রীর খালু মজিবর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে তার ছেলে খেলতে খেলতে ওই বাড়ির পার্শ্বে বিদ্যুৎচালিত সেচ পাম্পে হাত পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে আটকে যায়। এসময় আতিকুল তার ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করে তাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
রবিউল হাসান/বিএ