জাগো নিউজে সংবাদ প্রকাশ
অভিযুক্ত ইউপি সচিবের বিরুদ্ধে তদন্ত শুরু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সেলিম রেজার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। পরিষদের গুরুত্বপূর্ণ সচিবের পদ ও দলীয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্প, ভাতা কার্ড, ট্যাক্স ও হাটবাজার থেকে উত্তোলন করা টাকা আত্মসাতের অভিযোগে এ তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান তদন্তের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাকে ওই ইউপি সচিবের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে।
এর আগে ১৬ অক্টোবর ‘ইউপি সচিব হয়েও তিনি আওয়ামী লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগোনিউজ২৪.কম। ওই সংবাদে উঠে আসে, সেলিম রেজা সরকারি চাকরিতে বহাল থেকেও কাজীপুর উপজেলার তেকানী ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এতে পরিষদ চলাকালেও দলীয় কর্মসূচিতে দেখা যায় তাকে।
শুধু তাই নয়, চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ পদ ও দলীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প, ভাতা কার্ড, ট্যাক্স ও হাটবাজার থেকে উত্তোলন করা টাকা আত্মসাৎ করার কথা বলা হয়।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জাগো নিউজকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইউপি সচিব সেলিম রেজার বিভিন্ন অনিয়মের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন তৈরি না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
নওগাঁ ইউনিয়ন পরিষদের সচিব সেলিম রেজা তদন্তের বিষয়টি স্বীকার করে জাগো নিউজকে বলেন, আমার বিরুদ্ধে তদন্ত করে যেটা হয় হোক।
এম এ মালেক/এসজে/এমএস