অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২২ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জের কামারখন্দে মানিক হোসেন (২৪) নামের এক অটোরিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাঐল উত্তরপাড়া গ্রামীণ পাকা সড়কের পাশের বেতক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মানিক হোসেন সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ প্রামাণিকের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো সেখানেই রয়েছেন। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড হয়েছে।

jagonews24

আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিহতের স্বজন আল-আমিন জাগো নিউজকে বলেন, মানিক মঙ্গলবার দুপুরের দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর রাতে বাড়িতে না ফেরায় আমরা দুঃচিন্তায় ছিলাম। পরে সকালে জানতে পারি ঝাঐল উত্তরপাড়ার একটি বেতের ক্ষেতে মানিকের মরদেহ পাওয়া গেছে। তবে তার সঙ্গে থাকা অটোরিকশা পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ পিবিআই পুলিশ ইন্সপেক্টর নূরুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে।

এম এ মালেক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।