চুয়াডাঙ্গার ২টিতে বিজয়ী আ. লীগ, অপর দুটিতে স্বতন্ত্র


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ৩১ মার্চ ২০১৬

দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গার সদর উপজেলার ৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। ৪টি ইউনিয়নের দুটিতে আ. লীগ মনোনিত প্রার্থী বিজয়ী হয়েছেন, অপরদুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

চেয়ারম্যান হিসেবে যারা বিজয়ী হযেছেন তারা হলেন

আলুকদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিন আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৮৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত অ্যাড. আব্দুল মজিদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট। মোমিনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দ্দার ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ২৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত শেফালী খাতুন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট।

পদ্মবিলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তাহের বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৮১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) সেলিম মলি­ক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৭০ ভোট। কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসানুজ্জামান মানিক নৌকা প্রতীকে ৭ হাজার ৬৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) সাখাওয়াত হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৫২ ভোট।

সালাউদ্দীন কাজল/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।