সিরাজগঞ্জ

এইচ টি ইমামের ছেলের আসনে শফিকুল, মিল্লাতের আসনে হেনরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনেও নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে তিনটি আসনে পরিবর্তন আনা হয়েছে।

রোববার (নভেম্বর ২৬) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন তালিকা ঘোষণা করেন।

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে মোহাম্মদ নাসিমপুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে মন্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মমিন মন্ডল ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম নৌকার মনোনয়ন পেয়েছেন।

এ ছয়টি আসনের মধ্যে ২, ৪ ও ৬ আসনে মনোনয়ন পরিবর্তন করেছে আওয়ামী লীগ। এ আসনগুলোতে ডা. হাবিবে মিল্লাত মুন্নার স্থলে ড. জান্নাত আরা হেনরী, প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের স্থলে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি ও প্রফেসর মেরিনা জাহান কবিতার পরিবর্তে তার ভাই চয়ন ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এম এ মালেক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।