লালমনিরহাটে আ.লীগ ৮, বিদ্রোহী ৪
লালমনিরহাটে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আ.লীগের ৮ ও বিদ্রোহী ৪ জন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেসরকাররিভাবে এসব ফলাফল ঘোষণা করে রিটার্নিং অফিসাররা।
হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে আ.লীগ প্রার্থী মোস্তফা জামান সোহেল নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল হাই ধানের শীষে ৪ হাজার ৯৯৯ ভোট পান।
গড্ডিমারী ইউনিয়নে আ. লীগের প্রার্থী আতিয়ার রহমান ৮ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী আনোয়ার হোসেন লাঙ্গল প্রতীকে ১ হাজার ১৬৬ ভোট পান।
সিংঙ্গীমারী ইউনিয়নে আ. লীগ প্রার্থী মনোয়ার হোসেন দুলু নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ২২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী এমজি মোস্তফা লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৬২৭ ভোট পান।
ভেলাগুড়ি ইউনিয়নে আ.লীগের প্রার্থী মহিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৮৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী মইনুল আহম্মেদ মহি লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৪৫৫ ভোট পেয়েছেন।
সিন্দুর্না ইউনিয়নে আ.লীগের নুরুল আমিন ৩ হাজার ৫১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খতিব উদ্দিন আনারস প্রতীকে ৩ হাজার ২৬৫ ভোট পান।
ফকিরপাড়া ইউনিয়নে আ. লীগের প্রার্থী নুরল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৮৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাসান আলী ঘোড়া প্রতীকে ২ হাজার ১৩ ভোট পান।
পাটিকাপাড়া ইউনিয়নে আ. লীগের প্রার্থী সফিউল আলম রোকন নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী সফিয়ার রহমান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৩৪২ ভোট পান।
নওদাবাস ইউনিয়নে আ‘লীগের প্রার্থী অশ্বনী কুমার বসুনিয়া নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৯ শত ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী ছোলেমান গণি ধানের শীষে প্রতীকে ৩ হাজার ৮ শত ৩০ ভোট পান।
টংভাঙ্গা ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আতিয়ার রহমান আতি আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আ.লীগ প্রার্থী সেলিম হোসেন নৌকা প্রতীকে ৬ হাজার ৭৭ ভোট পান।
সানিয়াজান ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৮২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ প্রার্থী হাশেম তালুকদার ৩ হাজার ৪১৯ ভোট পান।
ডাউয়াবাড়ী ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী প্রার্থী রেজ্জাকুল ইসলাম কায়েদ আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ প্রার্থী মশিউর রহমান নৌকা প্রতীকে ৩ হাজার ৭৭ ভোট পান।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে ২ হাজার ৪৯৭ ভোট পান।
রবিউল হাসান/এমএএস/আরআইপি