পাহাড়ের গহীন ঝিরিতে পড়ে বন্যহাতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়ার পাহাড়ের গহীন ঝিরিতে পড়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। মারা যাওয়া হাতিটির বয়স আনুমানিক ৬ মাস হতে পারে। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে উখিয়ার চোয়ানখালি গহীন পাহাড়ে মৃত হাতটি পাওয়া গেছে বলে জানিয়েছেন ইনানির রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন।

তিনি বলেন, দুপুরে উখিয়ার ইনানি রেঞ্জের চোয়ানখালী বিটের গহীন পাহাড়ের ঝিরিতে একটি বন্যহাতি পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে বাচ্চা হাতিটি খাদ্যের জন্য মায়ের কাছ থেকে আলাদা হয়ে পাহাড়ের ওপর থেকে পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। এটি উদ্ধার করে নিরাপদ একটি জায়গায় মাটিচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।