এইচএসসি

ফেল করার শঙ্কায় আত্মহত্যা, পরে জানা গেলো জিপিএ ৪.৯২ পেয়েছেন তমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৭ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি

 

যশোরের কেশবপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করার শঙ্কায় তামান্না আক্তার তমা (১৮) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তবে তার আত্মহত্যার পর জানা গেছে, জিপিএ ৪.৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তমা।

তামান্না আক্তার তমা মাদারডাঙ্গা গ্রামের জাহিদ হোসেন বাবুর মেয়ে। তিনি পাঁজিয়া মহাবিদ্যালয়ের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, পরীক্ষার পর থেকে ফল বিপর্যয়ের ভীতি কাজ করছিল তমার মধ্যে। এজন্য সবসময় হতাশ থাকতেন। ফল প্রকাশের দিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তমা। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এইচএসসি পরীক্ষায় তমার জিপিএ ৪.৯২ পেয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমন হতাশায় তমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার জানিয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।