পুলিশের ব্রিফিং

বিএনপির ২ নেতার নির্দেশে টাকার বিনিময়ে আগুন দেওয়া হয় ট্রেনে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১২:২১ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

পাবনার ঈশ্বরদীর স্টেশনে ট্রেনে আগুন দেওয়ায় ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া পিন্টুর দুই ভাই জড়িত। তারা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান ও পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল। তাদের নির্দেশে অর্থের বিনিময়ে ট্রেনে আগুন দিয়েছিলেন সুমন হোসেনসহ কয়েকজন বিএনপি ও যুবদল কর্মী। ট্রেনে আগুন দিতে গিয়ে সুমনও আগুনে দগ্ধ হয়েছিলেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে পাবনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুন্সী এসব তথ্য জানান।

তিনি বলেন, ২৭ নভেম্বর রাতে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ঈশ্বরদী স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের একটি বগিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলার পর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ২৯ নভেম্বর বিকেলে ঈশ্বরদী ফতেমোহাম্মদপুর রেলওয়ে হাসপাতালের সামনে থেকে বিএনপিকর্মী সুমনকে আটক করে পুলিশ। পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি।

আরও পড়ুন: ঈশ্বরদীতে ট্রেনের বগিতে আগুন 

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত। তারা হলেন পৌর শহরের শৈলপাড়া এলাকার আবুল কালামের ছেলে যুবদল নেতা শাহীন হোসেন, একই এলাকার ফরিদ হোসেনের ছেলে যুবদল কর্মী রুবেল হোসেন, মকলেছ হোসেনের ছেলে মামুন হোসেন ও রহিমপুর গ্রামের রাসেল হোসেন। এসব আসামিসহ পরিকল্পনাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেখ মহসীন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।