ভোট না দেওয়ার অভিযোগে ৪১টি বাড়িঘর ভাঙচুর
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মাদ্রা গ্রামে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা ভোট না দেওয়ার অভিযোগ তুলে ৪১টি বাড়িঘর ভাঙচুর ও নগদ অর্থসহ ৫০ লাখ টাকার মালামাল লুটপাট করেছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা।
এলাকাবাসীর অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, ৮ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার প্রার্থী কাদের মাতুব্বরকে পশ্চিম মাদ্রা গ্রামের ভোটাররা ভোট দেয়নি এমন অভিযোগ তুলে শুক্রবার রাতে তার দলবল ও সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ৪১টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। পশ্চিম মাদ্রা গ্রামের ক্ষতিগ্রস্থদের একটাই অপরাধ তারা ৮ নং ওয়ার্ডের মেম্বার কাদের মাতুব্বরের মোরগ মার্কায় ভোট দেননি।
মাদ্রা গ্রামের বাসিন্দা আরিফ মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্থরা।
মাদারীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাসিরুল হক/এফএ/এবিএস