চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণালংকারসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকারসহ সাঈদ হোসেন (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার উপজেলার লোকনাথপুর গ্রাম থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। সাঈদ হোসেন ওই গ্রামের দাউদ আলীর ছেলে।

আরও পড়ুন:একরাতে ৩ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জাগো নিউজকে বলেন, বুধবার সকালে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের দর্শনা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কে অবস্থান করছিল গোয়েন্দা পুলিশ। এসময় মোটরসাইকেলে সাঈদ পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে তাকে তল্লাশি করে ছয়টি প্যাকেটে এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণালংকার ও চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় এক কোটি ৫৪ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও পরিদর্শন) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। এছাড়া আটক ব্যক্তিকে দামুড়হুদা থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণালংকার চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে।

হুসাইন মালিক/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।