টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে নৌকার সমর্থকদের বাধার অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের গণসংযোগে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাধার অভিযোগ উঠেছে।
এতে গণসংযোগ পণ্ড হয়ে যায়। শুক্রবার (৮ ডিসেম্বর) সাড়ে ৮টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, নৌকার সমর্থকরা আমাকে গণসংযোগে বাধা দেওয়ায় আমার স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটেছে। আমার ও আমার সঙ্গে থাকা নেতাকর্মীদের ঘিরে ধরে গণসংযোগে বাধা দিতে থাকলে আমি বিব্রত অবস্থার মুখোমুখি হই। আমার কর্মীদের এখন জীবন হুমকিতে। এই হীন তৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছি।
গাজীপুর-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। অপর স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আলীম উদ্দিন বুদ্দিন।
এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু বলেন, সাইফুল ইসলাম ভাই থেকে কমপক্ষে ২০ গজ দূরে ছিলাম আমরা। বাধা দেওয়ার অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
আমনিুল ইসলাম/এসজে/এএসএম