গাজীপুর
ঘন কুয়াশায় আইল্যান্ডে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু তাহের (৪৫) ইব্রাহিম (৩৬)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকাগামী একটি প্রাভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এ সময় গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জাগো নিউজকে বলেন, ঘন কুয়াশায় মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আমিনুল ইসলাম/এসজে/এমএস