সড়কের পাশে পড়েছিল অটোরিকশাচালকের ক্ষতবিক্ষত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:০৪ এএম, ১১ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশ থেকে অটোরিকশাচালকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম হৃদয় (২৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) বিল্লাল পুলিশের বাড়িতে ভাড়ায় থাকতেন।

jagonews24

আরও পড়ুন: একদিনে দুই অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার 

উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. সুমন মিয়া জানান, রাতে কর্ণপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশের গজারি বনে একটি অটোরিকশা উল্টে ছিল। এসময় স্থানীয় গিয়ে অটোরিকশার পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

jagonews24

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হৃদয়। রাত ৮টা থেকে ১০টার মধ্যে দুর্বৃত্তরা তাকে খুন করে ফেলে যায়। তবে কি কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এ মুহূর্তে বলা যাচ্ছে না। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।