এমপির সঙ্গে ছবি

যোগদানের আগেই প্রত্যাহার থানার ওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

নির্বাচন কমিশন কর্তৃক দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির সুপারিশ করা হয়। এর আওতায় গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় বদলির আদেশ দেওয়া হয়। ওই আদেশে ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় বদলিও করা হয়। তবে রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্দেশেই শ্রীপুর থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে।

আদেশের পরদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের বাসভবনে সস্ত্রীক ওই ওসি’র সাক্ষাতের ছবি ভাইরাল হয়। এরপর থেকে ওই আসনের ভোটার ও সচেতন ব্যক্তিরা ওই ওসিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী অধ্যাপক রুমানা আলী প্রধান নির্বাচন কমিশনারের কাছে শ্রীপুর থানায় নতুন পদায়ন করা ওসি ফয়েজুর রহমানকে এ থানা থেকে বদলির দাবি জানান। তার আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে শ্রীপুর থানায় যোগদানের আদেশ প্রত্যাহার করা হয়। ফলে শ্রীপুর থানায় যোগদানের আগেই মোহাম্মদ ফয়েজুর রহমানকে প্রত্যাহার করা হয়।

দলের একটি সূত্র জানান, তিনি চিঠিতে উল্লেখ করেন নতুন বদলির আদেশ পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের আত্মীয়। প্রতিপক্ষ প্রার্থীর নিকটাত্মীয় হওয়ায় নিরপেক্ষ নির্বাচনী পরিবেশে প্রভাব খাটানোর সম্ভাবনা আছে। তাই তাকে জরুরিভাবে অন্যত্র বদলির আবেদন করেন রুমানা আলী।

চেয়ারে বসার আগেই শ্রীপুর থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমান সস্ত্রীক বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে বলেন, সাক্ষাত করার কিছু নেই। ঈদ পরবর্তী এসপি স্যারের বাংলোতে একটি প্রোগ্রামে ওই এমপির সঙ্গে ছবি উঠিয়েছিলাম। তিনি স্বীকার করেন এরইমধ্যে আমাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোন থানায় তাকে পদায়ন করা হয়েছে তা তিনি জানাননি।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম বলেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজুর রহমানকে প্রত্যাহারের আদেশের কপি এখনো হাতে পাইনি। তাকে কী কারণে প্রত্যাহার করা হয়েছে তাও জানি না। তবে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে দেখতে পেয়েছি তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও দ্বাদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, শুনেছি শ্রীপুর থানায় নতুন পদায়ন করা ওসির বদলির আদেশ হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো পাইনি।

এদিকে একটি সূত্র থেকে জানা যায়, শ্রীপুর থানার আগের ওসি আবুল ফজল মো. নাসিম এখনও বহাল আছেন।

গত বৃহস্পতিবার সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্বাচন কমিশনের সম্মতিক্রমে পুলিশ সদর দপ্তর একসঙ্গে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।