লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
লালমনিরহাটের পাটগ্রাম-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় সুজাতা আক্তার (২৩) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
রোববার দুপুরে লালমনিরহাট সদরের বড়বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় জনতা বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
নিহত কলেজছাত্রী সদর উপজেলার খেতাবেক গ্রামের নুর ইসলামের মেয়ে। নিহত কলেজছাত্রী বড়বাড়ি শহীদ আবুল কাশেক ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী। তিনি লালমনিরহাট শহরে অটোরিকশা যোগে পরীক্ষায় দেওয়ার উদ্দেশ্যে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটগ্রাম থেকে ছেড়ে আসা কেবি পরিবহনের বাসটি বড়বাড়ি বাজার এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় বসে থাকা সুজাতা রাস্তায় ছিটকে পড়ে। পরে ওই বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করে রাখে।
লালমনিরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দুকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জাগো নিউজকে বলেন, ঘাতক বাসটিকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়েছে।
রবিউল হাসান/ এমএএস/পিআর