আদালতের নির্দেশ খালেদা জিয়ার মান্য করা উচিত : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৩ এপ্রিল ২০১৬

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাছিম বলেছেন, আদালতের নির্দেশ খালেদা জিয়ার মান্য করা উচিত।

রোববার দুপুর ২টার দিকে মাাদরীপুরের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আদালত তার আইন অনুযায়ী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। এ ব্যাপারে আমাদের সরকারের কিছুই করার নেই। আদালত স্বাধীন, তারা যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। আমি মনে করি, আলাদতের যে কোনো নির্দেশ বেগম খালেদা জিয়াকে মান্য করা উচিত। কোর্টে গিয়ে তার আইনজীবীর সহযোগিতা নেয়া উচিত। মন্ত্রী ইউপি নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন।

তিনি অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশক্রমে মাদারীপুরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করার আশ্বাস দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. দিলীপ কুমার। পরে মন্ত্রী মাদারীপুর সদর হাসপাতালের সেবার মান পরিদর্শন করেন।

নাসিরুল হক/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।