খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ সোমবার
খাগড়াছড়ির পানছড়িতে দিনব্যাপী ধর্মঘট পালনের পর সোমবার (১৮ ডিসেম্বর) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের সড়ক অবরোধ পালিত হবে।
পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ এ অবরোধের ডাক দিয়েছে।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে সোমবার শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে অবরোধ চলাকালে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ ও ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ি, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে জানান তিনি।
১১ ডিসেম্বর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের দুর্গম অনিলপাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা নিহত হন।
এ ঘটনায় নিহত বিপুল চাকমার কাকা নিরুপম চাকমা বাদি হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/এমএইচআর