স্বামী-স্ত্রী পরিচয়ে পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। তারা স্বামী স্ত্রী পরিচয়ে পাসপোর্ট করতে এসেছিলেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গারা হলেন, নাসিমা (২১) ও সাঈদ (২৬)। জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের টেকনাফ ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, স্বামী স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। এ সময় তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করে পাসপোর্ট অফিসের লোকজন। পরে পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

মঞ্জুরুল ইসলাম/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।