পাঁচবিবিতে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
নাশকতার মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও বাগজানা ইউনিয়ন ছাত্রদল কর্মী আবু সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, চলতি বছরের ২৮ অক্টোবর পুলিশ বাদি হয়ে একটি নাশকতার মামলা করে। সেখানে এজাহারভুক্ত আসামি ছিলেন আব্দুল হান্নান চৌধুরী। এর আগে ওই মামলায় আরও বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জাগো নিউজকে বলেন, নাশকতা মামলার আসামি বিএনপি নেতা আব্দুল হান্নান চৌধুরীকে উপজেলার হরেন্দ্রা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই মামলায় ছাত্রদল কর্মী ভীমপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে আবু সাঈদকেও গ্রেফতার করা হয়েছে।
এনআইবি/এএসএম