স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, চেয়ারম্যানকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপরে হামলার ঘটনায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনকে তলব করেছে অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে রোববার (২৪ ডিসেম্বর) জয়পুরহাট-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি এ নোটিশ পাঠান।

জানা যায়, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন স্বাধীনের বিরুদ্ধে। তার অভিযোগ ১২ ডিসেম্বর জয়পুরহাটের নেঙ্গাপীর বাজারে তার কর্মী শাহজাহানকে স্বাধীন ও তার লোকজন পিটিয়ে আহত করেন।

নোটিশে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী জহুরুলের এ অভিযোগের বিষয়ে স্বাধীনের কিছুর বলার থাকলে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় ২৬ ডিসেম্বর উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী জানান, অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সাজেদুর রহমান স্বাধীনকে এই নোটিস পাঠিয়েছেন।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।