পাটগ্রাম সীমান্তে মাদকসহ ছাত্রলীগ নেতা আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে মাদক ও ভারতীয় রুপিসহ ছাত্রলীগ নেতা মারুফ হোসেনকে (৩০) আটক করেছে বিজিবি। আটক মারুফ হোসেন পাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
সোমবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন মংলীবাড়ি গ্রামে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মারুফ হোসেনকে তল্লাশি করে বুড়িমারী বিজিবির টহল দল। এসময় তার কাছ থেকে দুই বোতল কোরেক্স, ভারতীয় মুদ্রা (২০ রুপি), বাংলাদেশি এক হাজার সাতশ টাকা, একটি খেলনা পিস্তল, তিনটি মুঠোফোন, সাতটি মোবাইল সিম ও একটি মোটরসাইকেলসহ আটক করে বিজিবি। এ নিয়ে বিজিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের হাবিলদার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মারুফ হোসেনকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজকে জানান, বিজিবির দায়ের করা মামলায় আটক মারুফ হোসেনকে সকালে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, পাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর মারুফ হোসেন এলাকায় নানা অপকর্ম জড়িয়ে পড়েন।
রবিউল হাসান/এআরএ/পিআর