আরসার লজিস্টিক শাখার প্রধানসহ গ্রেফতার ৩, বিপুল সরঞ্জাম জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

কক্সবাজার সদরের আদর্শগ্রাম থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমত উল্লাহসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরকসদৃশ বস্তু, সামরিক বাহিনীর পোশাক ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে সদরের পৌরসভা কলাতলীর ডিসি পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও এসব সরঞ্জাম জব্দ করা হয়।

jagonews24

র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩ ব্লক-এ/০২ এর বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে হাফেজ রহমত উল্লাহ (৩৫), কুতুপালং ক্যাম্প-৫ ব্লক-ই/৬ এর বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মঞ্জুর আলম (২৩) ও একই ক্যাম্পের কামাল হোসেনের ছেলে নুরুল ইসলাম।

jagonews24

অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শগ্রাম এলাকায় আভিযানিক দল একটি বাড়ি ঘেরাও করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে আরসার লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমত উল্লাহসহ আরসার তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এসময় চার কেজি ৯ গ্রাম বিস্ফোরক দ্রব্য, ১৫ পিস ককটেল, আইডি তৈরির সরঞ্জাম, দেড়কেজি মারকারি, একটি ওয়াকিটকি, ৫৩টি সার্কিট, ৯ বান্ডিল সামরিক বাহিনীর ন্যায় পোশাক তৈরির কাপড়, ৭০টি গেঞ্জি, ১২টি টুপি, ১৩০টি হ্যান্ড গ্লাভস, আড়াই হাজার টাকা, দুটি মোবাইল ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।