জয়পুরহাটে নৌকার পথ সভায় হামলা, প্রতিবাদে সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

জয়পুরহাটে আওয়ামী লীগের নির্বাচনী সভায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে প্রতিবাদ এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা হক বিথি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আযম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

বক্তারা বলেন, শহরের সাহেব পাড়া এলাকায় আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদুর নৌকা প্রতীকের পথ সভা চলাকালে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা (কাঁচি) সমর্থকরা হামলা চালায়। এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান তারা।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।