পথসভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা

বিএনপির দুঃশাসনের কথা পাহাড়ের মানুষ ভোলেনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৫২ এএম, ০১ জানুয়ারি ২০২৪

আমরা ২০০১ সালের বিভীষিকাময় দিনে ফিরে যেতে চাই না উল্লেখ করে খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বিএনপির দুঃশাসনের কথা পাহাড়ের মানুষ ভোলেনি। বিএনপি-জামায়াতকে দেশবিরোধী উল্লেখ করে খাগড়াছড়ির উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি-জামায়াত অপশক্তিকে মোকাবিলার আহ্বান জানান তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাটিরাঙ্গা বিনবাব শপিং কমপ্লেক্সের সামনে নির্বাচনী পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে না যাওয়ার অধিকার আছে কিন্তু নির্বাচনে বাধা দেওয়ার অধিকার কারো নেই। নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার পরিণতি ভালো হবে না। জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া রাষ্ট্রদ্রোহিতার সামিল। জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিহত করবে।

jagonews24

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৭ জানুয়ারি দেশে ব্যালট বিপ্লব হবে মন্তব্য করে তিনি বলেন, সব মানুষের অংশগ্রহণে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখবে বিশ্ববাসী। কোনো বাধা জনগণকে ভোটকেন্দ্র বিমুখ করতে পারবে না।

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজীর সভাপতিত্বে পথসভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

এর আগে মাটিরাঙ্গার সাপমারা, গোমতি ও বেলছড়িতে জনসংযোগ ও পৃথক পথসভায় বক্তব্য প্রদান করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।