জয়পুরহাটে-২ আসনে নৌকার স্বপন জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪

জয়পুরহাট-২ আসনে এমপি নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি পেয়েছেন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর—এ তিন উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৫ হাজার ৯৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৬ হাজার ৫৯০ ও নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৩৮১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

এরআগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১০৩ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন প্রার্থী।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।