জয়পুরহাটের দুই আসনে নৌকায় আস্থা ভোটারদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪

জয়পুরহাটের দুই আসনে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, জয়পুরহাট-১ আসনে নৌকার প্রার্থী সামসুল আলম দুদু ৯৬ হাজার ১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।

এ আসনে মোট ভোটার চার লাখ ৪৩ হাজার ৭২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২১ হাজার ৪৪ জন ও নারী ভোটার দুই লাখ ২২ হাজার ৬৭৭ রয়েছে। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

জয়পুরহাট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।