জয়পুরহাটে জামানত হারালেন যেসব প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ১ ও ২ আসনে অংশ নেওয়া ১৫ প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচনী ফলাফল থেকে জানা যায়, জয়পুরহাট-১ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম দুদু ৯৬ হাজার এক ভোট পেয়ে সংসদ সদস্য নিবার্চিত হয়েছেন।
অন্যদিকে, জয়পুরহাট ২ আসনে নৌকা প্রতীকে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, জয়পুরহাট-১ আসনে মোট প্রদত্ত ভোটের পরিমাণ ছিল এক লাখ ৬৩ হাজার ৯০০ ভোট। নিয়ম অনুযায়ী জামানত ফিরে পাওয়ার জন্য প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাওয়ার বিধান রয়েছে। সে হিসেবে স্বতন্ত্র প্রার্থী এ কে এম রায়হান মন্ডল মনু (ট্রাক), তিনি ছয় হাজার ৬২৬ ভোট, জাতীয় পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন (লাঙ্গল) এক হাজার ৩২৯ ভোট, এনপিপির রুকুনুজ্জামান (আম) ৫০৯ ভোট, তৃণমূল বিএনপির মাসুম (সোনালী আঁশ) ৪৭০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম (ঈগল) পাঁচ হাজার ৪৬০ ভোট পেয়েছেন। মোট সাত প্রার্থীর মধ্যে এ পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জয়পুরহাট-২ আসনে মোট প্রদত্ত ভোটের পরিমাণ হচ্ছে এক লাখ ৯৪ হাজার ৩৩৯ ভোট। সে হিসেবে জাতীয় পার্টির (লাঙ্গল) আবু সাইদ নুরুল্লাহ দুই হাজার ৪১ ভোট, জাসদের আবুল খায়ের সাখাওয়াত হোসেন (মশাল) ৫৩৪ ভোট, এনপিপির (আম) আবু সাঈদ ৭৫২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) নয়ন ২০৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান মণ্ডল (ট্রাক) ৭৯৫ ভোট ও আব্দুর রাজ্জাক সরদার (ঈগল) ৩৬২ ভোট পেয়েছেন। এ আসনে আটজন প্রার্থীর মধ্যে এ ছয়জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এনআইবি/এমএস