সাত মাস পর ডেঙ্গু রোগীশূন্য রাজশাহী মেডিকেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

সাত মাস পর ডেঙ্গু রোগীশূন্য হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ৯ জানুয়ারি সর্বশেষ একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এখানে। শুক্রবার (১২ জানুয়ারি) সুস্থ হয়ে তিনিও হাসপাতাল ছেড়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ জানান, ২০২২ সালে হাসপাতালে ৫২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। এদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ছয়জন রোগী মারা গেছেন।

চলতি মৌসুমে পাঁচ হাজার ৪৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে রাজশাহীতে আক্রান্ত হয়েছেন চার হাজার ১৯৮ জন। এ মৌসুমে রামেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৩৯৩ জন। এ মৌসুমে ৩৮ জন রোগী মারা গেছেন।

সবশেষে শুক্রবার রাজশাহীর চারঘাট উপজেলার আরিফুল ইসলাম (৩৬) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ আরও জানান, ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছিল। চলতি মৌসুমে সর্বোচ্চ রোগী হয়েছিল ২৪০ জন। বর্তমানে হাসপাতালে আর কোনো ডেঙ্গু রোগী নেই।

রাজশাহী হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।