রেললাইনের পাশে ঘর, ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২১ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় রশিদা বেগম শুকনি (৭৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রশিদা বেগম গাইবান্ধা পৌরসভার মোজাহার আলীর স্ত্রী ও থানাপাড়া এলাকার মৃত রইচ উদ্দিনের মেয়ে।

স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রশিদা বেগম নাতি, মেয়ে ও জামাইসহ গাইবান্ধা রেল স্টেশনের (স্টেডিয়াম সংলগ্ন) আউট সিগনালের পাশেই রেললাইনের পাশে ঘর তুলে বসবাস করছিলেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে রশিদা তার ঘর থেকে বের হয়ে রেললাইনের ওপর উঠছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন রশিদা। এতে তার বামপাশের চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং মেরুদণ্ড ভেঙে যায়।

পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় রশিদা বেগমকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রকিবুল হাসান সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম সরকার শাহীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।