পরিমাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা দেড়লাখ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিমাপে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুলিস্তান ফিলিং স্টেশন ও বড়তাকিয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।

jagonews24

ইউএনও মাহফুজা জেরিন জানান, স্টেশনে ডিস্পেন্সিং ইউনিট যাচাইয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় বড়তাকিয়া ফিলিং স্টেশনকে এক লাখ এবং গুলিস্তান ফিলিং স্টেশন ও সার্ভিসিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় বিএসটিআই কার্যালয় চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম মাঈন উদ্দিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।