রংপুর

সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

রংপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে কয়েকটি সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস, চাল, ডাল, ডিম ও তেলের দাম।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে ৬০ টাকা, মাঝারি ও গোল বেগুন ১০ টাকা কমে ৭০ টাকা, টমেটোর দাম কমে ৩৫-৪০ টাকা, গাজর ৩৫-৪০ টাকা, পেঁপের দাম বেড়ে ৩৫-৪০ টাকা, করলা আগের মতো ৭৫-৮০ টাকা, লেবু প্রতি হালি ১০-১৫ টাকা, শুকনা মরিচ ৫৫০-৬০০ টাকা, প্রতি পিস লাউ (আকারভেদে) ৭০-৮০ টাকা, ধনেপাতা ৪০-৪৫ টাকা থেকে কমে ২০-২৫ টাকা, কাঁচকলা প্রতি হালি ২৫-৩০ টাকা, প্রতি কেজি মিষ্টিকুমড়া ৩-৪০ টাকা, শিম ৫০-৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ২০-২৫ টাকা, ফুলকপির দাম কমে ২০-২৫ টাকা, মুলা ২০-২৫ টাকা এবং দেশি রসুন ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে সবধরনের শাকের আঁটির দাম কমে হয়েছে ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকা, লেয়ার মুরগির ডিমের হালি ৪৪-৪৫ টাকা।

খুচরা বাজারে কার্ডিনাল আলুর দাম কমে ৪০-৪৫ টাকা থেকে হয়েছে ৩০-৩৫ টাকা, শিল আলুর দাম কমে ৫০ টাকা, বগুড়ার সাদা পাকরি আলু ৫০ টাকা এবং ঝাউ আলু ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে কাঁচামরিচ আগের মতো ৫০-৬০ টাকা এবং দেশি আদার কেজি ২৩০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম

মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা হেলাল মিয়া বলেন, বেগুন-আলুসহ কিছু সবজির দাম কমেছে। তবে বেশিরভাগ সবজির দাম নাগালের বাইরে।

বাজার ঘুরে দেখা যায়, খোলা চিনি ১৪৫-১৫০ টাকা, প্যাকেট আটা ৫৫-৬০ টাকা, খোলা আটা ৪৮-৫০ টাকা, ছোলা ৯৫-১০০ টাকা, প্যাকেট ময়দা ৭০ টাকা, মসুর ডাল (মাঝারি) ১২০ টাকা, চিকন ১৩৫-১৪০ টাকা, মুগডাল ১৭০-১৮০ টাকা এবং বুটডাল ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা, পাকিস্তানি মুরগি ২৮০-৩০০ টাকা, পাকিস্তানি হাইব্রিড ২৫০-২৬০ টাকা, পাকিস্তানি লেয়ার ২৭০-২৮০ টাকা এবং দেশি মুরগি ৪৪০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে গরুর মাংস আগের মতোই ৬৭০-৭০০ টাকা এবং ছাগলের মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম

বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৭৩ টাকা, দুই লিটার ৩৪৬ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে স্বর্ণা (মোটা) চাল গত সপ্তাহের মতো ৫০-৫২ টাকা, পাইজাম ৫৮-৬০ টাকা, জিরাশাইল ৬২-৬৫ টাকা, বিআর২৮ ৬৫-৬৮, মিনিকেট ৭২-৭৫ টাকা এবং নাজিরশাইল ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে আকারভেদে রুইমাছ ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা ও সিলভার কার্প ১৫০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জিতু কবীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।