মৌলভীবাজারে অটোরিকশা খাদে পড়ে নিহত ১
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিএনজির যাত্রী রফিজ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিজ মিয়ার বাড়ি উপজেলার মহলাল গ্রামে।
পুলিশ জানায়, আজ দুপুরে রাজনগরের চাটুরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবজার হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএস/আরআইপি