হোটেলে ১০ টাকার বিল নিয়ে বিতণ্ডা, কাস্টমারকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে হোটেলে নাশতার বিল নিয়ে কথা-কাটাকাটির জেরে এক দোকানিকে কুপিয়ে জখম করেছেন হোটেল মালিকের ছেলে।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আবুতোরাব বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মো. ফরিদ বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী আদিল শাহ বাবু বলেন, ‘হোটেলে খাওয়া শেষে ক্যাশে এসে বিল জিজ্ঞাসা করেন ভুক্তভোগী ফরিদ। হোটেল মালিক প্রথমে ১০০ টাকা বিল হয়েছে বলে জানান। পরে বলেন, ১১০ টাকা বিল হয়েছে। এরপর ফরিদ ২০০ টাকার একটা নোট দেন। এসময় ১০ টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। তখন হোটেল মালিক নুরুল আমিন বলেন, তোরা গুন্ডা হয়েছিস নাকি, টাকা কম দিচ্ছিস কেন? এসব বলে দুর্ব্যবহার করতে থাকেন। এসময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে অন্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। এর কিছুক্ষণ পরে এসে হোটেল মালিকের ছেলে সুজন ফরিদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে ফরিদ গুরুতর আহত হয়ে পড়ে যান।’

এ বিষয়ে ভুক্তভোগী ফরিদ বলেন, ‘নাশতা খেয়ে বিল দিতে গেলে ১০ টাকা নিয়ে সুজনের বাবার সঙ্গে আমার কথাকাটাকাটি হয়েছে। ঘটনাটা ওই পর্যন্তই শেষ। ওর বাবা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমিও দুর্ব্যবহার করেছি। সেখানে সবাই ছিলেন। ওরা ঘটনা সমাধান করে দিয়েছেন। কিন্তু এরপর সুজন আমার দোকানে এসে অতর্কিত হামলা চালায়। কেঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।’

অভিযোগের বিষয়ে জানতে সুজনের মোবাইলে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর থানায় অভিযোগ দেওয়ার কথা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।