ইরানের ডি-৮ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যবিপ্রবির সমঝোতা স্মারক সই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

একাডেমিক ও গবেষণার পারস্পরিক সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুযারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে একটি ভার্চুয়াল সভায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমঝোতা স্মারকে যবিপ্রবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ৫০ শতাংশ টিউশন ফি ছাড়সহ বিভিন্ন একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমঝোতা স্মারকে যবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য ড. আব্বাস আফখামি।
সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক. ড. আনিছুর রহমান, ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, আইকিউএসির পরিচালক ড. নাজমুল হাসান, ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক ড. আমিনুল ইসলাম, সহকারী পরিচালক ড. সাখাওয়াত হোসেন, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক। এছাড়া ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চ্যান্সেলরের অ্যাডভাইজার ড. মাজাহার আহমাদি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মিলাদ সাকিসহ প্রমুখ অনলাইন সভায় সংযুক্ত ছিলেন।

আর্থ-সামাজিক সহযোগিতার লক্ষ্যে উন্নয়নশীল আটটি দেশের সংস্থা ডি-৮ অর্গানাইজেশনের অধিভুক্ত আন্তর্জাতিক মানসম্পন্ন এ বিশ্ববিদ্যালয়টি ইরানে অবস্থিত।

মিলন রহমান/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।